
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালিকচ্ছ মারামারির ঘটনায় আহত সোহেলের বড় ভাই মো. জুয়েল মিয়া দায়ের করা অভিযোগটি রবিবার রাতে মামলা হিসেবে গ্রহন করেছে পুলিশ।দায়ের করা মামলায় আসামীরা হলো সরাইল থানার কালিকচ্ছ দত্তপাড়া মৃত আ.ওয়াহেদ পু্ত্র আহমাদুর রহমান (৭৬), একই এলাকার মো. লুৎফুর রহমান (২৬), মো. নাজমুল হোসেন (৪২), মো. আতিকুর রহমান (৩৮), মো.জুয়েল মিয়া (৩০), মো.রিয়াদ মিয়া (২৫),মো.আতাউর রহমান (৩৮)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, চলতি মাসের ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে বাদীর ছোট ভাই সোহেলকে আসামী আহমাদুর রহমান আসামীদেরকে হুকুম দিলে কালিকচ্ছ দত্তপাড়া আ. আউয়ালের দোকানের সামনে পূর্ব পরিকল্পনানুযায়ী মো.লুৎফুর রহমান, মো. নাজমুল হোসেন ,মো.আতিকুর রহমান , মো. জুয়েল মিয়া, মো. রিয়াদ মিয়া,মো, আতাউর রহমান সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই সোহেল মিয়াকে এলোপাতাড়ি ভাবেকুপিয়ে রক্তাক্ত জখম করে।এ সময় হামলাকারীরা সোহেলের পকেটে থাকা নগদ পাচঁ হাজার দুই শত টাকা নিয়ে যায়। আহত সোহেল আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয়বাসী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আহত সোহেলকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে,অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।
পড়েছেনঃ ১১৯