সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশিকুন্ডার মহিষখলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।তিনটি মনোহারি দোকানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাঝে দোকান মালিক আবু তাহেরকে ১৫ হাজার টাকা, মানিক মিয়া কে ৫ হাজার টাকা, শুকুর আলী কে ১ হাজার টাকা জরিমানা করেছেন। উক্ত তিনটি দোকানে মূল্য তালিকা না টানানোর দায়ে ও মেয়াদ উর্ত্তীন মালামাল পাওয়া যায় এবং জব্দ করা মালামাল আগুনে পুরানো হয়েছে। এসময় ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন, এসব এলাকার ব্যবসায়ীদের অনিয়ম দুর্নীতি দমন করতে অভিযান অব্যাহত থাকবে এবং ভুক্তাধিকার আইনের আওতায় এনে আইনী ব্যবস্হা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.