মোঃ শোয়াইব, হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে পুলিশের অভিযানে ১শত লিটার চোলাই মদ,বহনকারী একটি সিএনজি অটোরিকশা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)দিবাগত-রাতে পৌর এলাকার ফটিকা শ্রী শ্রী পুন্ডারিকধাম পূজা মন্দিরে গেইটের সামান্য দূরত্ব থেকে ১শত লিটার চোলাইমদ ও বহনকারী একটি অটোরিকশা জব্দ করে। আটককৃতরা হল রাউজান উপজেলার কাজী পাড়ার মোঃ শহিদুল্লাহ পুত্র মোঃ কোরবান (২৪),ও একই উপজেলার কাজী পাড়ার মৃত জলিলের পুত্র মোঃ খোকন(২৫)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ফটিকা শ্রী শ্রী পুন্ডারিকধাম পূজা মন্দিরের গেইটের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে একটি সিএনজি অটোরিক্সা ১শত লিটার চোলাইমদসহ দুই জনকে আটক করি।তাদের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা রুজু করেছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রুহুল আমিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.