বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম পুর্বপাড়া যুব সমাজের উদ্যোগে, ৯৫ হাজার টাকার গরু দিয়ে স্থানীয় বিবাহিত দল বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুজাত আহমেদ খাঁন, মোঃ মরহুম মুতি মিয়া, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খাঁন, মরহুম আলহাজ্ব হাজী শফি উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র মরহুম এন, এম হাসান খাঁন ও মরহুম আনোয়ার খাঁন স্মরণে শুক্রবার বিকেলে উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা। ফুটবলপ্রেমী হাজারো দর্শক ও সমর্থকদের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিবাহিত দলকে ৩-১ গোলে পরাজিত করে জয়লাভ করে অবিবাহিত দল। উপজেলার জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক খোরশেদ আলম বাবু’র সঞ্চালনায় খেলার সভাপতিত্ব করেন, এলাকার প্রবীণ মুরব্বি সার্জন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-০১ মোঃ বাবুল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদির মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ঈশান, জয়নাল খান, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান, প্রভাষক জাবেদ আহাম্মদ খান সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।
খেলায় সংবধনা পুরস্কৃত হন বিবাহিত দলের মোঃ সুমন খাঁন, অবিবাহিত দলের ইমন খাঁন, সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অবিবাহিত দলের মোঃ তাজু ইসলাম, রানারআপ টফি প্রদান করেন, আল আমিন ভুঁইয়া, আর সিটি ম্যাক্স এর পক্ষ থেকে চ্যাম্পপিয়ান টফি প্রদান করা হয়। সকল খেলোয়াড়দের পুরস্কৃার প্রদান করেন, জিয়াউল হক সানি খাঁন, রামিন খাঁন, আল আমিন ভুঁইয়া, শিপন দেওয়ান। খেলার গোল দাতাদের পুরস্কৃত করেন মোঃ জুম্মান মীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ সাখাওয়াত খান স্বাধীন, সাংবাদিক শফিক, শিমুল খান, শেখ নিজাম, তানজিব জামান, লায়ন রাকেশ কুমার ঘোষ, মোঃ মোশাররফ হোসেন কবির, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।