প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ
ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে অনুদানের চেক বিতরণ করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান

পিরোজপুর প্রতিনিধি : বঙ্গপসাগরে লঘুচাপে সৃষ্টি আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, বঙ্গপসাগরে লঘুচাপে সৃষ্টি আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী জেলেদের পরিবারকে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মহোদয়। আকস্মিক ঝড়ে ভারতে আশ্রয় গ্রহনকারী ৭ জেলে পরিবারকে এবং নিখোঁজ হওয়া আরো ৩ জেলে পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.