বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন সরাইলে পালিত

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর বারটায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের হল রোমে কেক কেটে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান
মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে  আলোচনা সভার সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত সুলতানা। উক্তি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা তথ্য আপা হেপি আক্তার প্রমুখ। এদিকে সকালে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ইউএনও মো, আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।