পঞ্চগড় : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দ ১০ দিনের সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষনা করেছেন। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জনাগেছে । তবে আবারও আগামী সোমবার (অক্টোবর)১০ /১০/২০২২ ইং সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।এব্যাপার ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে শারদীয়া দুর্গা পুজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে ট্রাক চালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোন পণ্য আনা নেওয়া হবে না।আমদানী রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, দূর্গা পূজা উপলক্ষ্যে শুক্রবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.