সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিঃ ১০০৮ ( জাতীয় শ্রমিক লীগের অন্তভুক্ত) সফল রাষ্ট্র নায়ক জননেএী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
ওয়াসা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. ফজলুল্লাহ ওয়াসা, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এনায়েত উল্লাহ ,সহ-সভাপতি মীর লোকমান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাজান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, দপ্তর সম্পাদক অরুন ঘোষ, , ক্রীড়া সম্পাদক মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্কর সহ ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় ওয়াসার এমডি বলেন, শেখ হাসিনার জন্মই যেন জাতির আঁধারের ঘনঘটায় অগ্নি সেতুর স্থাপনের নৈসর্গিক কর্মযোগ্যকে বাস্তবায়ন করবার হেতু। বাঙ্গালী জাতির মৃুক্তির শৃঙ্খলকে উজ্জীবিত করবার আত্মিক মিত্রতা আমাদের প্রগতির পদে পদে গৌরবের ইতিহাস রচনার যুগোপদ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যত কিছু সাফল্য ও অর্জন হয়েছে তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। মুকুট ধন্য হয় যে মণিতে শেখ হাসিনা সেই মণি। দেশ ও জাতির উন্নয়নে তাঁর বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.