চট্টগ্রামঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচী পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সমূহ। তারই অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর বুধবার বিকাল পাঁচটায় উপজেলা পরিষদ মসজিদে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া চান যুবলীগের নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান, যুবলীগ নেতা বদিউল আলম জসিমসহ যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর, গরীব-দুঃখীদের ভরসার শেষ ঠিকানা। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন করতে বাধ্য করেন শেখ হাসিনা। পরবর্তীতে বাংলাদেশের মানুষের ভোটে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সফলভাবে দেশ পরিচালনা করেন ২০০১ সাল পর্যন্ত। মাঝখানে ক্ষমতায় না থাকলেও তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে তিনি আবারও ক্ষমতায় আসেন। সেই থেকে ৩ বারের টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামীতে পথ হারাবে না বাংলাদেশ। আমরা তার জন্য দোয়া করি। তিনি যেনো দীর্ঘায়ু হউন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.