প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২২, ৫:১৮ পূর্বাহ্ণ
আখাউড়ায় তুলাইশিমুল যুব সমাজের উদ্যোগে বাউলগান অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুলাইশিমুল যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে মনোজ্ঞ বাউল গান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত্র ব্যাপী তুলাইশিমুল হযরত বজলুর রহমান শাহ্ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত বাউল গানের সভাপতিত্ব করেন, মাজারের খাদেম হযরত ফতেকুল ইসলাম চিশতি। এ উপলক্ষে মাজার শরীফ প্রাঙ্গণে সন্ধ্যা থেকে ভক্ত-আশেকানদের আনাগোনা লক্ষ করা গেছে। বাদ এশা মাজার জিয়ারত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর সারারাত্র ব্যাপী বাউল গান পরিবেশিত হয়। শানে মুর্শিদি, ভাব-বিচ্ছেদ ও বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী আমির সরকার, কুলসুম সরকার ও স্থানীয় শিল্পীরা। এসময় শিল্পীরা বিভিন্ন প্রকার মুর্শিদি, বাউল ও বিচ্ছেদ গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের সারারাত মাতিয়ে রাখেন। মাজার জিয়ারত ও গান শুনতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত আশেকান উপস্থিত হন।
হযরত শাহ সাহেব হুজুরের নাতি ও মাজারের খাদেম, ফতেকুল ইসলাম চিশতী জানান, গান মানুষের মনের খোরাক, প্রত্যেক বছর গ্রামবাসীর উদ্যোগে তুলাইশিমুল হযরত শাহ্ শাহেব হুজুরের মাজারে এধরণের বাউল গানের আয়োজন হয়ে থাকে। অনুষ্ঠান থেকে জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসের ২৬ তারিখ এই দরবারের বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে, এতে বাউল গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা দুজন বাউল শিল্পী লতিফ সরকার ও খাদিজা ভান্ডারী। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.