সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের পিতা স্মরণে "সৈয়দ মঈনুদ্দিন হোসাইন" স্মৃতি অনূর্ধ্ব -১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।গতকাল বিকেল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আ. জ. ম নাছির উদ্দিন।
উদ্বোধনী খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-২ গোলে বিজয়নগর ফুটবল একাডেমি পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ০-০ ড্র ছিল। জয়ী দলের কিপার তৌহিদুল সেরা খেলোয়াড় হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সাবেক জাতীয় ফুটবলার আশীষ ভদ্র। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে আ জ ম নাছিরউদ্দিনের নীরোগ জীবন ও দীর্ঘায়ূ কামনায় সমিতির পক্ষ থেকে কেক কাটা হয়।
সমিতির সভাপতি চসিক কাউন্সিলর প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু'র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু'র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএসএ সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবু সরওয়ার চৌধুরী, সম্পাদক হায়দার কবির প্রিন্স, অতিরিক্ত সাধারণ সম্পাদক কিশোর দত্ত মানু, যুগ্ম সম্পাদক নাজিমউদ্দীন নাজু ও এ এস এম শরীফ টুটুলসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
আজ ২ টি খেলায় দুপুর ২.৩০ টায় মোহরা ফুটবল একাডেমি ও চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি এবং বিকেল ৩.৩০ টায় একরাম ফুটবল একাডেমি ও এ প্লাস ফুটবল একাডেমি মুখোমুখি হবে। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.