প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৩:০৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডে জেলা পরিষদের সদস্য নির্বাচিত আ ম ম দিলসাদ

ফারহান সিদ্দিক : আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৫ উপজেলার মতো সীতাকুণ্ড উপজেলা হলরুমে ভোটকেন্দ্রে ইভিএমে এ ভোটগ্রহণ শুরু হয়। চলে এক টানা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
দ্বিতীয় বারেরমতো জেলা পরিষদের সদস্য নির্বাচিত করায় আ ম ম দিলসাদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্বাচনে তার নিকটতম প্রতিদন্ধী শওকতুল আলম (হাতি মার্কা) পেয়েছেন ৬৬ ভোট। আ ম ম দিলসাদ (অটোরিকশা) পেয়েছেন ৭৭ ভোট। মোট ভোটার ১৪৩জন তার মধ্যে অনুপস্থিত ১ জন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.