সীতাকুন্ডে সমুদ্র উপকূলে যুবকের লাশ উদ্ধার

ফারহান সিদ্দিক :  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত (২৬) যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার(১৮ আক্টোবর) বিকালে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের একটি দল মানবিক সংগঠন গাউছিয়া কমিটির সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করেন। কুমিরা নৌ পুলিশের এস.আই চাঁদ মিয়া বলেন,বিকালে সাগর উপকূলে ভেঁসে আসা অর্ধগলিত একটি লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের।