মোঃ ইমরান হোসেন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়া গোদাস্থ বাচাঁ মিয়া মিস্ত্রির বাড়ীর রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি অবৈধ দখলমুক্ত করা হয়। এবং চান্দগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ীর ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করে এডিস মশার জন্মস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
এসময় আবাসিক এলাকায় দুইটি নির্মানাধীন ভবনে ও দুইটি বাড়ীর ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৪ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে অংশনেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.