বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি প্রথা বাতিলের আহ্বান জানান প্রধান শিক্ষক

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): শিক্ষকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেনস্ত হচ্ছে, শিক্ষক দিবসে আমরা এইসবের প্রতিকার চাই। শিক্ষকদেরকে দিয়ে সরকার সব কিছু করাচ্ছেন কিন্তু আমাদের কোন পরিবর্তন হচ্ছে না। আজ জাতীয় শিক্ষা দিবসে আমাদের ক্লাস করতে হচ্ছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল১০দিকে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজিত জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী উপরোক্ত কথাগুলো বললেন।

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কালিকচ্চ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলম মাস্টারসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সময় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আরও বলেন, বিগত দিনে কোন সরকার শিক্ষক দিবস পালন করেনাই, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই২৭ শে অক্টোবর শিক্ষা দিবস পালন করার নির্দেশ দিয়েছেন। জাতীয় শিক্ষক দিবসে উপস্থিত সকল শিক্ষকদের উদ্দেশ্য করে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন,আমরা শিক্ষক সুরক্ষা আইন চাই, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করতে ও আহ্বান জানান এ প্রধান শিক্ষক।