মো: ইমরান হোসেনঃ চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব -১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে বিহঙ্গ ফুটবল একাডেমিকে হারিয়েছে। একমাত্র জয়সূচক গোলটি করেন রাজেশ শীল। তিনি সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। বিজিত দলের ফয়সাল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। বিজয় নগর একাডেমি সেরা সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কৃত হয়। খেলা শেষে প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলোয়াড় সমিতির সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু'র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ দেবাশীষ বড়ুয়া দেবু'র পরিচালনায় অনুষ্ঠানে সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, রেখা আলম চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবু সরওয়ার চৌধুরী, সম্পাদক হায়দার কবির প্রিন্সসহ সমিতির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আলী, কিশোর দত্ত মানু, এস এম শরীফ টুটুল, শাহনেওয়াজ শামীম, মোহাম্মদ লোকমান, একরাম আফসার, সোহেল হোসেন, মোহাম্মদ নাছির, আনিসুর রহমান মিরাজ, মাঠ কমিটির চেয়ারম্যান মো. মহসিন সাজু ও সচিব মো. জহির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.