প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ
নোয়াখালীতে ১মন গাঁজাসহ গ্রেফতার ২

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাদক কারবারি হান্নান ও পলাশের বাড়ি কুমিল্লা জেলার বাসিন্দা।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ও মাদক উদ্ধার ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মোহাম্মদ আবদুল হামিদ।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.