অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের অধীনে নোয়াখালীর বেগমগঞ্জের দূর্গাপুরে অবৈধ ক্যাবল অপারেটর বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তাসফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আাদালত পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া ডিস ব্যবসা করার অপরাধে জে এস ক্যাবল নেটওয়ার্ককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩১ অক্টোবর সোমবার বেলা দুপুর ১ টায় বেগমগঞ্জ দূর্গাপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম। এসময় লাইসেন্স ইস্যু না সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্যাবল অপারেটর পরিচালনা করার দায়ে রুবেল ক্যাবল নেটওয়ার্কে ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

অবৈধ ক্যাবল নেটওয়ার্ক /ক্যাবল অপারেটরের বিরুদ্ধে বাংলাদেশ টেলিভিশন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম।