ফটিকছড়িতে শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচী অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তিঃ দেশ ও সমাজে শিশুমৃত্যু, অন্ধত্ব প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আছে এ জন্য অভিভাবক, শিক্ষক, সমাজের নেতৃস্থানীয়দের সচেতন করতে হবে বলেছেন অনুষ্ঠানের প্রধান বক্ততা ও উদ্বোধক ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহ্ মান।

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বক্তব্যে বলেছেন সমাজ ও দেশের মানুষের জন্য যারা ভালো কাজ করে আমি তাদের পাশে থাকতে চাই এবং উপজেলা থেকে সর্বাত্তক সহযোগিতা অব্যাহত থাকবে সবসময়।

৩১ অক্টোবর (সোমবার ) সকাল সাড়ে ১০ টায় ফটিকছড়ি উপজেলায় মুক্তিযোদ্ধা জহুরুল হক হল মিলনায়তনে ৬ বছরের কম বয়সী শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব( রেটিনোব্লাস্টোমা )প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন ।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগং খুলশী, রোটারী ক্লাব অব মিয়াবুশ, জার্মানির আয়োজনে রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রান্ট প্রজেক্ট, জিজি ১৯৮২২৩৭ এর অর্থায়নে ১০০ জন মাদ্রাসা ও প্রাইমারি শিক্ষকদের জন্য আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসানুল কবির। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রেসিডেন্ট ডাঃ নাঈম হাসান অভি। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.সেলিম রেজা।

স্বাগত ধন্যবাদ বক্তব্য রাখেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক।কর্মসূচীর প্রশ্নউত্তর পূর্বে হাজী জানে আলী প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীণ কুমার ভট্টাচার্য ফটিকছড়িতে বিগত এক যুগে শিশুদের অন্ধত্ব জনিত কর্মসূচীর অনুষ্ঠান এই প্রথম বলে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন।ট্রেনিং কর্মসূচীর পরে উপস্থিত ও আয়োজকদের জন্য সহ সকলের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন মৌলানা আনিসুর রহমান চৌধুরী।

শিক্ষক মো: নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ডাঃ বিশ্বজিৎ বিশ্বাস, ফ্লিড সুপারভাইজার বোরহান উদ্দিন,মুহতাসিন বিল্লাহ,পায়েল বৈদ্য,অশোক নন্দী,সুজিদ দাশ,মিন্টু দে।