
মোঃ আশিফুজ্জামান: চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালে এ নতুন সেন্টার অব এক্সেলেন্স ফর ডায়াবেটিক কেয়ার অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস নামে একটি নতুন সেন্টার উদ্ভোধন হয়েছে। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এভাব কেয়ার হসপিটালে নতুন সেন্টার অব এক্সেলেন্স এ উদ্ভোধন হয়। এভার কেয়ার হসপিটালে এ নতুন কার্যক্রমের মধ্য দিয়ে রোগীরা ডায়াবেটিস, এন্ডোক্রাইন, সংক্রান্ত উন্নত মানের চিকিৎসা সেবা পাবে। এ সেন্টারে রয়েছে ডায়াবেটিস ওয়েলনেস ক্লিনিক, ওবিসিটি ক্লিনিক, লিপিড ক্লিনিক প্রেগনেন্সি ডায়াবেটিস অ্যান্ড হরমোন ক্লিনিক, থাইরয়েড ক্লিনিক এবং গ্রোথ অ্যান্ড পিউবার্টি ক্লিনিক নামে মোট ৬ টি ক্নিনিক। এর মধ্য দিয়ে রোগীরা এক জায়গা সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারবে এবং রোগীদের ভোগান্তি দুর হবে।
এ সময় ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডাঃ মাহমুদুল কবির জানান বাংলাদেশে এন্ডোক্রাইন জটিলতা ও ডায়াবেটিস জনিত কারনে প্রতি বছর হাজারো মানুষ মৃত্যুবরন করে। দুঃখজনক হলে ও সত্যি অনেকের এ রোগগুলো সম্পর্কে বিশেষ ধারনা নাই, ফলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এছাড়া চট্টগ্রাম শহরে বর্তমানে আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত আমরা এ রোগী গুলো কে মান্থলি ডিসিপ্লিন কেয়ার এর মাধ্যমে চিকিৎসার দেয়ার ব্যাবস্থা করি যা কোথাও নেই।তিনি ডায়াবেটিস রোগীদের পরামর্শ দিয়ে বলেন- আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। নিয়মিত শরীর চর্চাসহ শারিরীক মুভমেন্ট বাড়াতে হবে। সেন্টারটি উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের চট্টগ্রাম এর অপরেশনস বিভাগের ডিরেক্টর গুরভিন্দার সিং আনান্দ, মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডাঃ প্রকাশ কুণ্ড নারাসিমহাইয়া এবং ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডাঃ মোঃ মাহমুদুল কবির সহ হসপিটালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।