সরাইলে জাতীয় যুবদিবস-২০২২ পালিত

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে র‍্যালি শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। সরাইল উপজেলা প্রসাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মমিন মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, মো.মাজহারুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল, উপজেলা মৎস্য অফিসের মো. জসিম উদ্দিন প্রমুখ। দিবসটি উপলক্ষে পাঁচজনকে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ গন।