বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি’র পক্ষ থেকে আখাউড়ায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়াকে সংবর্ধনা

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি পশ্চিম পাড়া গ্রামের ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা মিয়া আবদুল মতিন ভুঁইয়া’কে সংবর্ধনা দিয়েছেন, “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি-বিবিএস। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে এসে “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস)” এর পক্ষ থেকে তাকে এ বিরেড সম্মাননা দেওয়া হয়। জানা গেছে “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়া’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে এসে ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়াকে বিরেড সম্মাননা স্মারক ২০২২ প্রদান করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির” কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক ভূঁইয়া , সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ কামাল ভূঁইয়া, ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, টনকী গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন ভূঁইয়া কবির , সমাজ সেবক আবদুস সহিদ ভুইয়া, মোঃ রকিব ভূঁইয়া, জাকারিয়া ভূঁইয়াসহ, ভূঁইয়া পরিবারের অন্যান্য সদস্যরা। সংবর্ধনা প্রদান কালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি একটি অরাজনৈতিক, জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ, প্রগতিশীল জনকসেবা মূলক সংগঠন।

একতা, সমৃদ্ধি ও সহযোগিতার ১৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ভূঁইয়া পরিবারের ১৫ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সেবামূলক কার্যক্রম চালু আছে বলেও তিনি জানান।