চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটির পাহাড়তলীর সরাইপাড়ার প্রাণহরি দাশ রোডের নিউ জনপ্রিয় সেলুন হেয়ার ড্রেসারে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক ও সেলফ দেয়া হয়েছে। কবি গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৪ নভেম্বর) বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনল মিডিয়া ভিশনের পরিচালক শেখ মুজিবুর রহমান। সেলুনের কর্ণধার প্রদীপ শীলের হাতে বুক ও সেলফ তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন রুপায়ন টিভির কর্ণধার আমিনুল এহসান রুবাইয়াত, আরভি ইভেন্ট মিডিয়ার স্বত্বাধিকারী মো. আব্দুল খালেক, স্থানীয় অধিবাসী আশিকুর রহমান, অভিনয়শিল্পী মোহাম্মদ আলী, সৌরভ পাল প্রমুখ।
গোলাম মাওলা জসিমের এ উদ্যোগকে অবশ্যই স্মরণীয় উল্লেখ করে অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান বলেন, ‘বর্তমানে স্যাটেলাইট ও মোবাইলের প্রভাবে মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে। ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র ফলে অন্তত কিছু পাঠক সৃষ্টি হবে। আমরা গোলাম মাওলা জসিমের এ উদ্যোগকে স্বাগত জানাই। এ উদ্যোগের ফলে সেলুনেও শিক্ষার পরিবেশ তৈরি হবে।’ গ্রাহককে বই পড়ায় উৎসাহ দিতে সেলুনের মালিক প্রদীপ শীলের প্রতি তিনি অনুরোধ জানান।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে গোলাম মাওলা জসিমের অর্থায়নে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.