নিলিয়ান বম, রুমা (বান্দরবান): পার্বত্য জেলাধীন রুমা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রুমা উপজেলা পরিষদ সভা কক্ষে রুমা প্রশাসনের আয়োজিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। বিশেষ অতিথি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চীফ সায়েন্টিফিক কর্মকর্তা জন লিটন মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান ( মহিলা) নুম্রাউ মার্মা ও রুমা থানা অফিসার ইনচার্জ আবুল কাসেম চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। সেমিনারে সরকারি বেসরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক/ শিক্ষকা, ছাত্র/ ছাত্রী, গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক কর্মকর্তা ড. মোঃ আহসান হাবীব, তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০৪১ কেন ২০২১ সালের মধ্যে তারিই স্বপ্ন পূরনের সফলতা অর্জন করে দেশকে উন্নয়নশীল দেশ রূপান্তর হয়ে যেত। সেমিনার শেষে সকল উপস্থিত অতিথিগন পরিষদ প্রাঙ্গন স্থানীয়ভাবে উৎভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’র স্টলগুলো পরিদর্শন করেন। সরকারি - বেসরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত লাকসই প্রযুক্তি সামগ্রী প্রদর্শনের মধ্যদিয়ে স্টল বসিয়ে অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.