মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ সরওয়ার উদ্দিন যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করে ৩৪তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। মোহাম্মদ সরওয়ার উদ্দিন আগে রামু উপজেলার এসিল্যান্ড হিসাবে কর্মরত ছিলেন।সরাইল উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম জেলার বাসিন্দা। সংসার জীবনে তিনি বিবাহিত।
তিনি রবিবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।এসময় নবাগত ইউএনও বলেন,সরাইল উপজেলা এরিয়া থেকে মাদক, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষে কাজ করবেন বলে তিনি জানান। এছাড়া সরকারের উন্নয়নমূলক কাজ শিক্ষা,কৃষি, মৎস্য নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক সরাইলবাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.