এম এ মান্নান, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে ৪ টায় উপজেলার লাল বাজারে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাব্বির হোসেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু ও উপজেলার আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক এর যৌথ সঞ্চালনায়, বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জিতেন্দ্র লাল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো: দুলাল মিয়া, ফয়জুল আলম মোহন তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান, বেহেলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সশিম রায়, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল মাস্টার, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী।
বক্তারা বলেন, পরির্বতনের হাওয়া, আমরা পরিবর্তনের বিশ্বাসী, তাই পরিবর্তন চাই। দলকে শক্তিশালি করে গড়ে তোলার লক্ষে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নতুন কমিটির মাধ্যমে জামালগঞ্জ উপজেলার কমিটি আত্ন প্রকাশ করা হবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.