মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৭ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ, এসময় তাদের কাছ থেকে দেশীয় ১টি পাইপগান ও প্রায় ২০ ভরি স্বর্নালংকার উদ্ধার । সকালে পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। গত মাসের ২৭ তারিখে ১০/১৫ জনেক একটি দল সোনাইমুড়ি পৌরসভা এলাকায় দরজা ভেঙ্গে দড়ি দিলে ঘরের সদস্য দের বেধে ৩০ ভরি স্বর্নালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় গত মাসের ২৮ তারিখে সোনাইমুড়ি থানায় মামলা রুজু করলে পুলিশ মাঠে নামে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.