নিলিয়ান বম, রুমা (বান্দরবান): বান্দরবানে রুমা উপজেলায় ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের আওতায় প্রশিক্ষিত আত্মকর্মস্থান সৃষ্টির ও বেকারত্ব দূর করেন লক্ষ্যে মহিলাদের অসহায় এবং দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২২ নভেম্বর) সকাল ১০ টায় রেমাক্রী প্রাংসা ইউপির অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান জিরা বম উপকার ভোগী প্রশিক্ষন প্রাপ্ত বেকারত্ব মহিলা দের মাঝে প্রথম ধাপে ১৫ জন কে সেলাই মেশিন বিতরন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ২০২০-২০২১ অর্থবছরে ৩লক্ষ ৫০হাজার টাকায় অর্থ বরাদ্দে পার্বত্য জেলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি আওতায় ৩নং রেমাক্রী প্রাংসা ইউপির সেলাই প্রশিক্ষন প্রাপ্ত বেকার মহিলাদের সেলাই মেশিন বিতরন প্রক্লপের ১০ মেট্রিক টন খাদ্য শষ্য গম প্রদান করা হয়।
বিতরন সময়ে ইউপি সচিব স্বরূপম বড়ুয়া, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লয় উ খুমী ৩নং ওয়ার্ডের সদস্য লিয়ান জুং বম সহ ৬নং ওয়ার্ডের সদস্য রোয়াত সাং বম উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জিরা বম জানান, দুর্গম, নেটওয়ার্ক সমস্যা ও তালিকা ভুক্ত উপকার ভোগী দের না আসার কারনে আজকে বিতরণ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে মধ্যে বাকিদের বিতরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.