সময়ের নিউজ ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২- এ "লা আলবিসেলেস্তাদের শুভকামনা জানিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। ‘আমরা বাঙালি, আমরা আর্জেটিনার ভক্ত’ এই স্লোগানে ৫জন উপদেষ্টাসহ ৪৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন কায়সার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ (ফরহাদ)।
নির্বাচিত সভাপতি কায়সার মাহমুদ বলেন, এবার অবশ্যই লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। দোয়া ও সমর্থন অবশ্যই আছে তাদের জন্য। দলের প্রতি শুভকামনা জানিয়ে সাধারণ সম্পাদক এনায়েত বলেন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটা। ২০১৪ সালে ফাইনালে উঠে আর্জেন্টিনা দলের যে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ২০২২ এসে কাতার বিশ্বকাপে মেসির হাত ধরেই সেটা অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী। এবার নতুন চমক দেখাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.