সময়ের নিউজ ডেস্কঃ বৃক্ষসোনা কৃষি-প্রকৃতি ও পরিবেশের উপর কবি ও লেখক গোলাম মাওলা জসিম রচিত কাব্যগ্রন্থ।যেখানে কবিতার মাধ্যমে চট্টগ্রাম সি আর বি তে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে কবির একক প্রচেষ্টায় অন্যান্য সংগঠনের পাশাপাশি আন্দোলন বেগবানসহ গণমানুষকে সচেতন করতে প্রতিটি ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন।তার এই অনবদ্য অবদানের জন্য প্রকৃতি ও কৃষিভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম চ্যানেল কৃষি'র উদ্যোগে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সন্মাননা অনুষ্ঠানে কবি ও লেখক গোলাম মাওলা জসিম কে "চ্যানেল কৃষি সন্মাননা স্বারক২০২২’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবি গোলাম মাওলা জসিমের হাতে যৌথভাবে সন্মাননা স্বারক তুলে দেন ভেটেরিনারি ক্লিনিক চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম এর ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং চ্যানেল কৃষি'র চেয়ারম্যান উন্নয়ন সাংবাদিক আমিনুল এহসান রুবাইয়াত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.