সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এি বার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্মাদক ও পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরন চৌধুরী’র নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নেতাকর্মীদের নিয়ে সম্মলেনে যোগদান করেন।
এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্মাদক ও পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরন চৌধুরী জানান, কাউন্সিলর মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে ডাক্তার তিমির বরন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.