আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান পাঠালো৷ রোববার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে 'রাশিদ' নামের যানটি যাত্রা করে।
মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ‘রাশিদ’ উৎক্ষেপণ করা হয়। জাপানের মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে এটি। পরে মুন ল্যান্ডারের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে যানটি।
আপাতত আমিরাতের চন্দ্রযান উৎক্ষেপণে সফল হয়েছে। তবে কবে নাগাদ এটি চাঁদে অবতরণ করবে তা বলা যাচ্ছে না। এখন পর্যন্ত পরিচালনা করা চন্দ্রাভিযানের চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে।
আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানান, ‘রশিদ’ সফলভাবে অবতরণ করলেই তাদের মিশন সফল হবে। তিনি বলেন, এটি অনন্য উৎক্ষেপণ। অদ্যাবধি পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে। স্পেসএক্স অসাধারণ প্রতিষ্ঠান। তাদের সব কাজই ভালো। চাঁদে যাওয়ার কঠিন যাত্রা শুরু হয়েছে। এ নিয়ে আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি, সব ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।
এদিকে চন্দ্রযান উৎক্ষেপণের সময় আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ ইউএইর মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.