ফারহান সিদ্দিক, সীতাকুন্ড : আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে । এবার একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ।
এ বিষয়ে ফায়ার ফাইটার রিয়াদ বলেন, বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এটা ছোট একটা আগুন। গতবারের মতো ভয়াবহ আগুন আগুন না বলে জানান তিনি ।
উল্লেখ্য, চলতি বছর বিএম ডিপোতে এর আগে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ জুনের অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না হলেও গত ৪ জুন রাতে কনটেইনার ডিপোতে লাগা আগুনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.