মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী আশ্রয়ণ প্রকল্পে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও রৌমারী উপজেলা প্রশাসনের সহযোগীতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর বিকালের দিকে ইজলামারী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নানা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভ‚মি এবি এম সারোয়ার রাব্বী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান রৌমারী ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন, রৌমারী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাহাদৎ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.