সময়ের নিউজ ডেস্ক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সার্বজনীন মানব কল্যাণে নিয়োজিত চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি'র আয়োজনে এবং হালিশহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজ গ্রামার স্কুলের সার্বিক সহযোগিতায় নগরীর চুনা ফ্যাক্টরির মোড়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ জমির আলম এর সঞ্চালনায় উক্ত মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ১১নং ওর্য়াড, এর কাউন্সিলর অধ্যাপক আলহাজ্ব মোঃ ইসমাইল, শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্জিকেয়ার হসপিটাল লিঃ এর ম্যানিজিং ডিরেক্টর ডাঃ খাজা মোঃ হোসেন কাউসার রিপন, উপদেষ্টা প্রভাল ভট্টাচার্য, ডাঃ জিতেন চন্দ্র শীল, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইদ্রিস আলম, মোঃ মোরশেদ, কামরুল হোসেন সিয়াম, বাবলু দেবনাথ, নয়ন সরকার, মোঃ রুবেল,মোঃ আজিজ, ক্যামব্রিজ গ্রামার স্কুলের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আবির, হুমায়ুন কবির নিশাদ মোঃ রাসেল আরো অন্যনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিনামূল্যে এই ক্যাম্পেইনে (০৩) শতাধিক মানুষকে জানিয়ে দেওয়া হয় তাদের রক্তের গ্রুপ কি এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন স্পৃহা'র মত সমাজে যারা সচেতন ও বিত্তশালীরা আছেন তাদেরও এমন মানবিক ও সেবা মূলক কাজে এগিয়ে আসা উচিত এবং সবশেষে অতিথিরা সংগঠনটির এবং ক্যামব্রিজ গ্রামার স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.