সীতাকুন্ড প্রতিনিধি : সামাজিক ও মানবিক উন্নয়ন সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর সীতাকুন্ড শাখার অসহায় ও শীতার্তদের মাঝে ভালোবাসার উপহার শীতবস্ত্র বিতরণ। প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও সীতাকুন্ড শাখায় শীতার্তদের মাঝে উষ্ণ উপহার প্রদান করেন।
১৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র অবহেলিত শীতার্তদের মাঝে ভালোবাসার শীতবস্ত্র উপহার দেওয়া হয় । এছাড়াও আ ম ম দিলসাদ পুনরাই জেলাপরিষদের সদস্য ও সংগঠনের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সোহেল চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিবার্চিত হওয়াই তাদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
প্রথম প্রহর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম সোহেল এর সভাপতিত্ত্বে,ইন্জিনিয়ার আবু জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ ইউসুফ শাহ , প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন গিয়াস উদ্দিন , বিশেষ অতিথি উপদেষ্টা লায়ন ইন্জিনিয়ার কামরুদ্দোজা , উপদেষ্টা লায়ন কাজী আলী আকবর জাশেদ, প্রথম প্রহর ফাউন্ডেশন পৃষ্ঠপোষক কামরুল হাসান, কেদারখিল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, ইউপি সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা কলি সরওয়ার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সোহেল। এসময় আরো বক্তব্য রাখেন, লোকনাথ মন্দিরের সভাপতি মানিক দাশ, সাধারন সম্পাদক রুপন কর্মকার, সহ-সাধারন সম্পাদক রাজু কর্মকার, স্বপ্নীল সেহেল সোহেল,সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়ার ও ফারহান সিদ্দিক সহ প্রমুখ।