প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম সিটির নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী আবাসিক এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সেলুনে বই পড়ার এ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন তীর্থংকর নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি জসিম উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যকর্মী নাসরিন হীরা, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে রাকিব হেয়ার কাটিংয়ের স্বত্বাধিকারী মো. রাকিবের হাতে বই ও তাক তুলে দেন অতিথিরা।
জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সেলুনে সেলুনে বই ও তাক দেয়ার এ কার্যক্রম খবুই প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বইয়ের পাঠক সৃষ্টি হবে। পাশাপাশি সেলুনে আসা গ্রাহকেরা বই পড়ে সময় কাটাতে পারবেন। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ^জুড়ে’র কার্যক্রম শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.