জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মেলান্দহ উপজেলা রিপোর্টারস ইউনিটির কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাত-ইল কবীর।
এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল বাবুল, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, মেলান্দহ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংবাদিক জিল্লুর রহমান রতন, মুস্তাসিম বিল্লাহ, মোঃ ইমরান মাহমুদ, সাকিব আল হাসান নাহিদ, সামিউল ইসলাম প্রমুখ। স্মৃতিচারণ শেষে তাঁহার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। উল্লেখ্য, প্রয়াত দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও লেখক আমানুল্লাহ কবির ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.