বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। ইত্তেফাকের আখাউড়া সংবাদদাতা মো. ফজলে রাব্বি’র সঞ্চালনায় ও আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির অফিসার ইনচার্জ মোঃ আবু সুফিয়ান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৌসুমী আক্তার, দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, ব্যবসায়ী মোঃ আল আমিন মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের কারনেই ৭০ বছরে এসেও পাঠকপ্রিয়। পত্রিকাটির সমৃদ্ধি ও তার সাথে জড়িত সাংবাদিকদের কল্যাণ কামনা করেন বক্তারা ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং মিষ্টিমুখ করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৯৭