সময়ের নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে বর্ষসেরা স্বাস্থ্যকর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড-২০২২’ ও মতবিনিময় সভা আজ ২৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান সহকারী মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সংগঠনের আহবায়ক আলহাজ্ব এম গৌছ আহমদ। স্বাস্থ্যকর্মী ইলু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, আবদুল আলী বাবলু, আবদুল মজিদ, মোঃ ইয়াছিন শরীফ চৌধুরী, অলক দাশ প্রমূখ। অনুষ্ঠানে ক্রেস্ট, মেডেল উত্তরীয় পরিয়ে দিয়ে বর্ষসেরা স্বাস্থ্যকর্মী সম্মাননা ‘বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়।
চট্টগ্রাম থেকে স্বাস্থ্যকর্মী সম্মাননাপ্রাপ্তরা হচ্ছে-চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রধান সহকারী মোঃ আবদুল মালেক, স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রেসিডেন্ট মোঃ কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈনুল কাদের, ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস.এম সাহিদুল ইসলাম।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আহবায়ক আলহাজ্ব এম গৌছ আহমদ বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। উন্নত দেশ বিনির্মাণে সকল মানুষকে সুস্থ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষের সুরক্ষায় স্বাস্থ্য পরিবার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফলে স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সাফল্য এসেছে। কোভিডকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা জীবনবাজি রেখে চিকিৎসা-সেবা দিতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণও করেছে। এর পরেও কোভিড যুদ্ধে দেশ জয়ী হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যেভাবে সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল ঠিক কোভিডকালীন সময়ে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য পরিবার ঝাপিঁয়ে পড়েছে। তাই স্বাস্থ্যসেবার দৃশ্যমান উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।