প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২২, ৩:১৪ অপরাহ্ণ
হারানো মোবাইল খুঁজে দিল সাতক্ষীরা পুলিশ

নিজস্ব প্রতিনিধি : সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে যাচ্ছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০ টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরৎ দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানো সাধারণ ডায়েরী রয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.