সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রামের কমিটি গঠন: এড. মাকছুদুর রহমান মিল্লাত সভাপতি, এড. মোঃ আবছার উর রশিদ সাধারন সম্পাদক

বাদল রায় স্বাধীন: চট্টগ্রামস্থ সন্দ্বীপের আইনজীবিদের ঐক্য সৃষ্টি ও একে অপরের সমস্যায় পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রামের কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে এডভোকেট মাকছুদুর রহমান মিল্লাতকে সভাপতি,এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উক্ত কমিটি গঠনের জন্য চট্টগ্রাম নতুন আদালত ভবনের “কাজী রেস্টুরেন্ট” -এ সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রাম এর এক সাধারণ সভা বিজ্ঞ সিনিয়র এডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে এডভোকেট মাকছুদুর রহমান মিল্লাত কে সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এছাড়া এডভোকেট সেকান্দর বাদশা কে প্রধান পৃষ্ঠপোষক করে সাত সদস্য বিশিষ্ট ১ টি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উল্লেখ্য যে,উক্ত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদ ইতোপূর্বে ২০১৪ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

 

সভায় বক্তারা বলেন সন্দ্বীপের সকল এডভোকেট নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে পরস্পরের সহযোগী হিসাবে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনটির শুভ সুচনা ঘটলো। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করতে সংগঠনটি কাজ করে যাবে।