প্রেস বিজ্ঞপ্তিঃ বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো গৌরবময় বিজয় শিরোনামে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান। মোহাম্মদ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সহ সভাপতি মোহাম্মদ মসরুর হোসেন।
কথামালা পর্বে বক্তারা বলেন ভাষা আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি স্বাধীন দেশের রয়েছে নিজস্ব সংস্কৃতি তেমনি বাংলাদেশেরও রয়েছে গৌরবের ঐতিহ্য ও সংস্কৃতি। সংস্কৃতির চর্চা ছাড়া একটি দেশ কখনো উন্নত মানবিক নাগরিক গড়ে তুলতে পারে না সংস্কৃতি চর্চার মাধ্যমে মৌলবাদ, জঙ্গীবাদ ও অসাম্প্রদায়িক একটি সমাজ গড়ে তোলা সম্ভব আকাশ সংস্কৃতির আগ্রাসণে দেশীয় সঙস্কৃকি আজ ধ্বংসের পথে। আবৃত্তি সংগঠনগুলো আবৃত্তি ও সাহিত্য চর্চার মাধ্যমে সুসংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে। অভিভাবকদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুসংস্কৃতি চর্চায় ছেলেমেয়েদের উৎসাহ দিতে হবে তবেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ।
সানজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি করেন সংগঠনের অর্থি, তাহিয়া, পরশ, আবিয়ান, তাসিমুল, মৌরি, মাহমুদা, অদ্রিকা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.