বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার দ্বি-বার্ষিক স্মমেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হলরুমে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্শেল কবির পান্নু আহ্বায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া,প্রধান বক্তা মোহাম্মদ ইউসুফ খান সদস্য সচিব বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখা ও সভাপতি সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব,বিশেষ বক্তা এস এম ইউসুফ যুগ্ন আহ্বায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর আলম সদস্য সচিব বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখা,মুজিবর রহমান নির্বাহী আহ্বায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখা সহ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

দ্বিতীয় অধিবেশনে চরম প্রতিদ্বন্দ্বিতায় দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার লাভলি,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সালাউদ্দিন।