সরাইলে বছরের শুরুতে শিক্ষার্থীরা পেলো নতুন বই

মো. তাসলিম উদ্দিন সরাইল, (ব্রাহ্মণবাড়িয়া): করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে বই উৎসব। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে- ২০২৩ সালের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে উৎসবের আয়োজন করে শিক্ষার্থী দের মধ্যে নতুন বই বিতরণ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১ জানুয়ারি) দুপুর বারটার দিকে উপজেলা সদরে উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন তিনি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।

অত্র বিদ্যালয়ের সভাপতি মো.রুহুল আমিন( রুবেল) এর সভাপতিত্বে আয়োজিত বই উৎসবে অন্যদের মধ্যে আরও ‍উপস্থিত ছিলেন- সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আজিজ, আওয়ামীলীগ নেতা মো.মোস্তাফিজুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, উচালিয়াপিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামছুন নাহার ও সহকারী শিক্ষক আমির হামজা প্রমুখ।

প্রসঙ্গত, সরাইল উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৬টি- বেসরকারী প্রাথমিক ১০৩ টি।উপজেলা মাধ্যমিকে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান এরমধ্যে ১ টি কারিগরি ও ২টি দাখিল মাদ্রাসা রয়েছে। নতুন বই হাতে পেয়ে উপজেলার উচালিয়াপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নতুন বই বুকে চেপে আনন্দে বলে, নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ইংরেজী বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ে উৎসব পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। বিদ্যালয়ে বই দিবসে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।