সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলমের সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় ছাত্রলীগের দোয়া ও মিলাদ

ফারহান সিদ্দিক (সীতাকুন্ড) : চট্রগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপির সহধর্মিণী জনাব ইসমত আরা বেগমের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। শনিবার(৭ জানুয়ারি) বাদ আসর সীতাকুন্ড আলিয়া মাদরাসা মসজিদে দোয়া ও মিলাদের অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম জিলানী সহ এতে উপস্থিত ছিলেন উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ সভাপতি-সাধারন সম্পাদক সহ ছাত্রলীগের কর্মীরা। দীর্ঘদিন দিদারুল আলম এমপির সহধর্মিণী ইসমতআরা বেগম চিকিৎসার জন্য ভারতে একটি হাসপাতালে রয়েছেন।তার সুস্থাতা ও দীর্ঘায়ু কামনা করে সীতাকুণ্ড ছাত্রলীগ এই দোয়ার আয়োজন করেন।