সময়ের নিউজ ডেস্কঃ সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম এর জরুরী সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ই জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রামের জিইসি মোড়স্ত কাজী রেস্টুরেন্ট এ সন্ধ্যা ছয়টায় সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর এই জরুরী সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যের সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক (ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, পিবিআই চট্টগ্রাম মেট্রো (প্রশাসন) এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক অহিদুর রহমান নয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মানিত অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সম্পাদক বৃন্দ এবং সমিতির আজীবন সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক , শিক্ষক ও মেন্টর মোঃ অলি উদ্দিন। এরপর সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জনাব মোঃ কামাল উদ্দিন কে, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন কমিশনের অন্য দুই সদস্যকে সমিতির পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর সমিতির নবনির্বাচিত সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক জনাব অহিদুর রহমান নয়ন সহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সমিতির বিভিন্ন মানবিক এবং সামাজিক কার্যাবলী তুলে ধরেন এবং ভবিষ্যতের সমিতির বিভিন্ন করণীয় সম্পর্কে সমিতির অন্যান্য কার্যনির্বাহী পরিষদের সদস্য বৃন্দকে অবহিত করেন।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার এবং সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক জনাব কামাল উদ্দিন ভবিষ্যতে সমিতির বিভিন্ন করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক, উপদেষ্টা প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্পাদক বৃন্দ এবং জীবন সদস্যবৃন্দ।
এরপর সমিতির বার্ষিক পিকনিক, আনন্দ অনুষ্ঠান এবং মিলন মেলা ২০২৩ সম্পর্কে উন্মুক্ত আলোচনা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রাম এর বার্ষিক পিকনিক, আনন্দ অনুষ্ঠান এবং মিলন মেলা ২০২২ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সম্ভাব্য লোকেশন নির্ধারণ করা হয় স্বাধীনতা কমপ্লেক্স বদ্দারহাট।