সময়ের নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলায় বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নির্মাণশিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রাজবাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে কর্মশালার আয়োজন করে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিমিটেড। কর্মশালায় সীতাকুণ্ড উপজেলার নির্মাণকাজের ঠিকাদার এবং নির্মাণশিল্পীরা অংশগ্রহন করেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়। কর্মশালায় ভবন নির্মাণ কাজে কেন কেমিক্যাল ব্যবহার করা প্রয়োজন এই বিষয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি ও এবিসি কোম্পানীর জেনারেল ম্যানেজার- প্রকৌশলী মোঃ মনির হোসাইন। জনাব সফিকুল ইসলাম মাসুদ (এরিয়া ম্যানেজার) সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোনাল সেলস ম্যানেজার (জোন-৩) জনাব আলমগীর হোসেন রুবেল।
কর্মশালায় আগত প্রধান অতিথিসহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। কর্মশালার শেষ পর্যায়ে র্যাফেল এর আয়োজন করা হয়। অংশগ্রহনকারী নির্মাণশিল্পীদের মাঝে রাতের খাবার পরিবেশন ও গিফট বিতরণ করা হয়। নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কোম্পানী সম্পর্কে ধারণা নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।