সরাইলে জিরো হোম ডেলিভারি নিশ্চিতকল্পে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জিরো হোম ডেলিভারি নিশ্চিত কল্পে জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোঃ. শাহগীর আলমের উদ্যোগে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি করণে ‘জিরো হোম ডেলিভারি’ নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প: প: বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

শেখ একলাছুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,সরাইল উপজেলা মা- মনি কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সদস্য ও গণমাধ্যম কর্মীগণ।

স্বাগতিক বক্তব্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রাতিষ্ঠানিক প্রসবসেবার উপর গুরুত্ব আরোপ করেন।বাড়িতে প্রসব করানোয় নিরুৎসাহিত করে বক্তারা বলেন, সরকারি হাসপাতালে গর্ভধারিনী আপনাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা রয়েছে। বক্তারা আরো বলেন,মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনার জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন। মতবিনিময় সভায় কোরআন তেলাওয়াত করেন মো. আকিজ উদ্দিন।