হাটহাজারী প্রতিনিধিঃ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮" অনুযায়ী চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ১টি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ১১ জানুয়ারি বেলা ২ ঘটিকায় হাটহাজারী পৌরসভার অন্তর্গত এগার মাইল এলাকায় অবস্থিত আলাউল ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জ্বালানী তেল পরিমাপের সময় ১ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই'র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম উপস্থিত ছিলেন। হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। এ ধরণের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.